সাফল্যগাথা - আওয়ামী লীগ সরকার ২০১৫
সরকারের সফলতা ব্যর্থতা থাকবেই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তাগুলো নেতা কর্মী সমর্থরা সবার কাছে পৌছিয়ে দেয় না। উন্নয়নের বার্তা গুলো সব জায়গায় সবার কাছে পৌঁছাতে হবে। শুধু সেলফি বাজি, আড্ডা, তৈলবাজি নয়। কাজ করুণ দেশ, মানুষ, দলের জন্য - জয় বাংলা বলে দৃঢ়চিত্তে মাথা উঁচু করে এগিয়ে চলুন। সকল তথ্য - http://www.albd.org