Posts

Showing posts from November, 2017

সাফল্যগাথা - আওয়ামী লীগ সরকার ২০১৫

Image
  সরকারের সফলতা ব্যর্থতা থাকবেই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তাগুলো নেতা কর্মী সমর্থরা সবার কাছে পৌছিয়ে দেয় না। উন্নয়নের বার্তা গুলো সব জায়গায় সবার কাছে পৌঁছাতে হবে। শুধু সেলফি বাজি, আড্ডা, তৈলবাজি নয়। কাজ করুণ দেশ, মানুষ, দলের জন্য - জয় বাংলা বলে দৃঢ়চিত্তে মাথা উঁচু করে এগিয়ে চলুন।   সকল তথ্য -  http://www.albd.org

শহীদ বুদ্ধিজীবী "আলতাফ মাহমুদের শেষ কয়েক ঘণ্টা"

Image
[শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ জন্ম: ২৩ ডিসেম্বর, ১৯৩৩ - অন্তর্ধান: ১৯৭১।  ২১ শে ফেব্রুয়ারি ৫২' ভাষা আন্দোলন  নিয়ে রচিত কালজয়ী  "আমার ভাইয়ের রক্তে রাঙানো" গানটির সুরকার। ১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের সর্ব প্রকার সাহায্য সহযোগিতা করেন এবং তার বাসায়  মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প করেন। এক পর্যায়ে এই তথ্য ফাঁস হয়ে হয়ে যায়। পাকিস্তানি বাহিনী তাঁকে সহ আরো কয়েক জন গেরিলা যোদ্ধাকে আটক করে নিয়ে যায়  - তারিখটা ছিল - ১৯৭১, ৩০ আগস্ট। চলে অমানষিক বর্বরোচিত নির্যাতন  ........ বাকী টুকু শুনি বড় আপা  বুবু শাওন মাহমুদ লেখনী থেকে  আলতাফ মাহমুদের শেষ কয়েক ঘণ্টা  ]    লেখনিতে আলতাফ মাহমুদের তনয়া শ্রদ্ধেয়া প্রিয় বড় আপা, বুবু শাওন মাহমুদ  ===========  ২৯ অগাস্ট। ১৯৭১। উদ্ভ্রান্ত, উষ্কখুষ্ক, অশান্ত সারাদিন। ক্র্যাক প্লাটুন এর অনেক গেরিলা যোদ্ধা আজ ধরা পড়েছে। উঠোনে মাটিচাপা দেওয়া অস্ত্রভর্তি ট্রাঙ্কগুলো নিয়ে সবচেয়ে বড় চিন্তা। আগামী অপারেশনে অস্ত্রগুলো কাজে লাগাতে হবে। বাসায় যদি আর্মি রেইড করে তাহলে এগুলোর কি হবে...

সাফল্যগাথা - আওয়ামী লীগ সরকার ২০১৪

Image
সরকারের সফলতা ব্যর্থতা থাকবেই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তাগুলো সবার কাছে পৌঁছায় না। উন্নয়নের বার্তা গুলো সবার কাছে পৌঁছাতে হবে। সকল তথ্য ছবি - www.albd.org হতে সংগ্রহ