সাফল্যগাথা - আওয়ামী লীগ সরকার ২০১৪
সরকারের সফলতা ব্যর্থতা থাকবেই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তাগুলো সবার কাছে পৌঁছায় না। উন্নয়নের বার্তা গুলো সবার কাছে পৌঁছাতে হবে।
সকল তথ্য ছবি - www.albd.org হতে সংগ্রহ
মানবতা সমুদ্রের মত বিশাল। সমুদ্রে কয়েক ফোঁটা নোংরা জল পরলে; সমুদ্র নোংরা হয়ে যায় না। আর এতে সমুদ্রের কিচ্ছু যায় আসে না। আমাদেরকে মানবতার প্রতি আস্থা হারানো যাবে না। আসুন সবাই মানবতার পথে চলি। ধ্বংস করি সব অপশক্তিদের। রুখে দাড়াই সকল অমানবিকতার বিরুদ্ধে। সমাজের জঞ্জাল গুলো পরিষ্কার করার দায়িত্ব আপনার আমার সকলের। একবার সাহস করে প্রতিবাদ করুণ - অমানুষদের ধমক দিন দেখবেন ওরা লেজ গুটিয়ে পালাবে।
Comments
Post a Comment