Posts

Showing posts from January, 2018

কি ভাবে যশোর রোডের গাছ হত্যা করতে হবে না আবার সড়ক সম্প্রসারণও করা যাবে। আছে নানা উপায় -

Image
কি ভাবে যশোর রোডের গাছ হত্যা বন্ধে করতে পারি ? আছে নানা উপায় - ========== ঐতিহাসিক কোন কিছুর মূল্য অর্থ দিয়ে নির্ণয় করা সম্ভব না। যেমন সম্ভব না ঐতিহাসিক যশোর রোড ও এর প্রাচীন বৃক্ষগুলোর মূল্য নিদ্ধারন করা। বাংলাদেশ - ভারত- বাণিজ্যের প্রয়োজনে রাস্তা সম্প্রসারণ জরুরি। যা সময়ের দাবি। তবে কি প্রাচীন বৃক্ষ গুলো রক্ষা করা সম্ভব না? তবে কি রাস্তা সম্প্রসারণের কাজ বন্ধ থাকবে? তাহলে বিকল্প উপায় কি? কোন বিকল্প আছে কি?? ---------- গাছ হত্যা বন্ধে আমরা কি করতে পারি - (১) গাছগুলি না কেটে রোড ডিভাইডার হিসাবে ব্যবহার করে রাস্তা চওড়া করা যেতে পারে। (২) বর্তমান বাংলাদেশের খুলনা থেকে ভারত পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালু আছে। ওই রেলপথে যাত্রীবাহী ও পণ্যবাহী রেলগাড়ির পরিমাণ বাড়ানো যেতে পারে। এবং এটা করলে একদিকে যশোহর রোডে যানবাহনের চাপ কমবে অন্যদিকে গাড়ি চলাচল কম হলে বাতাসে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড (CO2) নির্গত কম হবে। যা পরিবেশের জন্য ভালো হবে। সারা বিশ্বে রেল একটি নিরাপদ ও জনপ্রিয় বাহন। (৩) বর্তমানে পৃথিবীর অনেক দেশে প্রযুক্তির মাধ্যমে গাছ প্রতিস্থাপিত করা হচ্ছে (Tree Replacement)। আমরা ...