ঈদে মিলাদুন্নবী এবং কিছু কথা


আগামীকাল (২ ডিসেম্বর/১৭) ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ওফাত দিবস।
ঈদে মিলাদুন্নবী হল আরবির তিনটি শব্দের সম্মিলিত রূপ। ঈদ, মিলাদ ও নবী এই তিনটি শব্দ নিয়ে এটি গঠিত। আভিধানিক অর্থে ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম, নবী অর্থ বার্তাবাহক। পারিভাষিক অর্থে মহানবী সঃ এর দুনিয়াতে আবির্ভাবের আনন্দকে ঈদে মিলাদুন্নবী বলা হয়। যদিও ঈদে মিলাদুন্নবী পালন করা নিয়ে মুসমানদের মধ্য মতভেদ রয়েছে। কারো কারো মতে বেদাত কারো মতে পালনিয়। তবে সুন্নী মুসলিমরা এই দিনটি যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে পালন করে থাকেন।
৬০৪ হিজরীতে আরবলের বাদশাহ মুজাফফর উদ্দিন কৌকুরী সর্ব প্রথম ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু করেন। প্রতি বৎসর তিনি ঈদে মিলাদুন্নবী পালন করতেন। এবং এ জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করে এই দিনটি পালন করতেন। তার উদারতায় অনেক মুগ্ধ হয়ে পড়েন। শোনা যায় সে সময়ে মূল্য তিন লক্ষ মুদ্রায় ব্যয় করতেন। এ ভাবেই নানা দেশে ধীরে ধীরে এই দিনটি পালনের রেওয়াজ শুরু হয়। এর পর ১৫৮৮ সাল হতে ওসমানীয় খেলাফতের সময় ১২ ই রবীউল আউয়াল সরকারী ছুটির রেওয়াজ চালু হয়। তার ধারাবাহিকতায় মুসলিম দেশগুলোতে সরকারী ছুটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও এই দিনটি ছুটি পালিত হয়।
সুন্নী মুসলিম ধর্মাবলম্বীরা নানা ভাব গাম্ভীর্যের মাঝে এই এই দিনটি পালন করেন। এ দিনে মহানবী (সা.)-এর ওপর আলোচনা, ওয়াজ, মিলাদ, দোয়া মাহফিল, কোরআন খতম, রোজা রাখা, নামাজ পড়া, কোরমা-পোলাও - রুটি - হালুয়া - শিন্নি - সেমাই রান্না হয় ঘরে ঘরে, গরীবদের মাঝে খাদ্য বিতরণ সহ নানা কর্ম কাণ্ডের মাঝে দিনটি পালিত হয়।
=========
রবিউল আউয়াল মাসের আলাদা একটা মর্যাদা ও তাৎপর্য রয়েছে । আরবি রবি শব্দের অর্থ বসন্ত, সঞ্জীবনী ও সবুজের সমারোহ। রবিউল আউয়াল বা বসন্তের প্রথম বলা হয় । কারণ আউয়াল শব্দের অর্থ প্রথম এবং রবি শব্দের অর্থ বসন্ত। মক্কাবাসী সে সময় অনাবৃষ্টি ও অভাবের দিন যাপন করছিল। হজরত মুহাম্মদ (সা.) জন্মের বছরে মক্কার শুষ্ক ভুমি ফুলে-ফলে-ফসলে ভরে উঠে। সে বছর তাঁরা অনেক যুদ্ধে জয়লাভ করে - ব্যবসা-বাণিজ্যে ভালো হয় । তাই মক্কাবাসী রাসুল সা.-এর জন্মের বছরকে বিজয় ও আনন্দের বছর বলে অভিহিত করতে থাকে ।

Comments

Popular posts from this blog

" আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি " -

রুদ্রাক্ষ - এক দুর্লভ বস্তু।

ধর্মের নামে ভন্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে