ফেসবুক আইডি নিরাপত্তায় কি করতে পারি - (১)
**সব সময় আপনার ফেসবুকের নাম জন্মতারিখ জাতীয় পরিচয় পত্র কিংবা পাসপোর্ট অনুযায়ী করবেন।
**খুব গুরুত্বপূর্ণ বিষয় - সর্ব ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে।
যদি আপনার আইডি হ্যাক হয় তবেhttps://www.facebook.com/hacked এই লিঙ্কে ক্লিক করুন। My Account is compromised অপশনে ক্লিক করুন এবং নির্দেশ মোতাবেক সঠিক ভাবে তথ্য গুলো দিতে থাকুন। সঠিক ভাবে তথ্য দিতে পারলে ফেসবুক কৃতিপক্ষ আপনার একাউন্ট পুনরায় চালু করে দিবে।
========
ফেসবুক আইডির নিরপ্তত্তার জন্য কিছু করনীয় -
১। ই-মেইল ও ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন রাখুন।
২। ফেসবুকের Account Settings গুলো যথাযথ ভাবে গুরুত্ব সহকারে পূর্ণ করুন।
৩। আপনার জন্ম তারিখ - সাল, মোবাইল নাম্বার, ই-মেইল এড্রেস হিডেন অর্থাৎ only me করে রাখুন।
৪। ফেসবুকের ওয়েব সাইটের মতো দেখতে সাইটগুলোতে পাসওয়ার্ড দিলে ফেসবুক হ্যাক হবার সম্ভাবনা থাকে। facebook.com এর পরিবর্তে facabook.com, facebookie.com ইত্যাদি ওয়েব লিংকে পাসওয়ার্ড দিবেন না।
৫। বিভিন্ন অ্যাপ যেমন - আপনি দেখতে কোন নেতার মতো, আপনার প্রিয় ১০ জন বন্ধু, আপনার বছর কেমন যাবে ইত্যাদি অ্যাপ ব্যবহার না করা। এই সব অ্যাপ দিয়ে আপনার ফেসবুকের তথ্য চুরির চেষ্টা করা হয়।
৬। Facebook Password Reset Confirmation এ রকম অপশনে না বুঝে পাসওয়ার্ড রিসেট ক্লিক করা থেকে বিরত থাকুন।
৭।ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল নম্বর দিয়ে রাখুন। এবং Account Settings এর Security এর পাশে লিখা Change অপশনে ক্লিক করুন। Login Notifications এ Send me a text message অপশনটি সিলেক্ট করুন। এটি করলে আপনার ব্যবহৃত ডিভাইস (আপনার কম্পিউটার, মোবাইল) ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে কেউ লগ ইন করবার চেষ্টা করলে আপনার মোবাইলে ম্যাসেজ যাবে। পরের ধাপে Login Approvals এ Require me to enter a security code sent to my phone সিলেক্ট করুন। এখন কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করবার চেষ্টা করলে মোবাইল পাঠানো মেসেজে কোড চাওয়া হবে। আর যেহেতু কোডটি আপনার মোবাইলে আসবে তাই কেউ এই কোড নাম্বার ছাড়া কোনভাবেই লগইন করতে পারবে না।
৮। ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয় এবং মেইল একাউন্টটি ঠিক থাকে তবে https://ssl.facebook.com/reset.php লিংকে ক্লিক করুন নির্দেশ মোতাবেক তথ্য দিতে থাকুন। যদি কোন কারণে উপরের লিংকে কাজ না হয় তবে http://www.facebook.com/help/¬identify.php?show_for-m=hack_login_changed নির্দেশনা অনুযায়ী তথ্য দিতে থাকুন।
৯। ই-মেইল এড্রেসটি যদি হ্যাকারারা পরিবর্তন করে তবে https://ssl.facebook.com/help/contact.php show_form=hacked_self_recovery লিংকে ক্লিক করুন এবং তথ্য গুলো পূরণ করুন। পরে ফেসবুকের কৃতিপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে।
১০। আপনার ফেসবুক নিয়ে যে কোন সমস্যায় ( হয়রানি, ব্ল্যাক মেইলিং, আপনার নামে ভুয়া আইডি ইত্যাদি) পরলে থানায় জিডি করুন এবং জিডি করা শেষে তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয় এর সাইবার নিরাপত্তা হটলাইনে ফোন করে যোগাযোগ করুন। সাইবার নিরাপত্তা হটলাইনে নাম্বার +8801766678888 । তাঁদের নির্দেশ মোতাবেক কাজ করুন। তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের ইমেইল অ্যাড্রেস হলঃ info@cybernirapotta.net
======
সাইবার হামলা প্রতিহত করি এবং নিজের ফেসবুক একাউন্ট সুরক্ষিত রাখি।
====
এর পরের একদিন পোস্ট দিব আইডি ব্লক রিপোর্ট এর বিষয়ে বিস্তারিত নিয়ে।
===
সিনহা
===
সিনহা
Comments
Post a Comment