সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে চিনতে গেলে যেতে হবে শেকড়ের কাছে - মাটির কাছে - সাধারণ মানুষের কাছে।

বিনম্র শ্রদ্ধা ভালোবাসা- ৩১ ডিসেম্বর/২০১৭ সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন এর প্রথম মৃত্যু বার্ষিকী। ---------- সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন জীবন দিয়ে প্রমাণ করেছেন তিনি মৃত্যু শঙ্কায় শঙ্কিত ছিলেন। বাংলাদেশের সব চাইতে জামাত প্রভাবিত এলাকার সাংসদ ছিলেন তিনি। এই সেই লিটন যিনি সুন্দরগঞ্জের মাটিতে রাজাকার শিরোমনি গোলাম আজমের রাজাকার সভা (জনসভা) বানচাল করেছিলেন। বাংলাদেশের ক ' জনার এরকম সাহস আছে - রাজাকার শিরোমনির মিটিং পণ্ড করে দেবার। রাজাকার সাইদির রায়ের পর তার এলাকায় যে নারকীয় তান্ডব চালিয়েছিল - জামাত শিবির তা মনে করলে আজো এলাকা বাসি শিউরে উঠে। সেদিন পুলিশ হত্যা কাণ্ড সহ আওয়ামী লীগ অফিস , তার ব্যক্তিগত অফিস , রেল ষ্টেশন সহ নানা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে ছিল এই রাজাকাররা। এরপর তিনি কঠোর ভাবে এসব প্রতিহত করে ছিলেন। তিনি ছিলেন জামাত শিবির - দেশ বিরোধীর জন্য আতঙ্কের নাম। তিনি সব সময় মৃত্যুকে সাথে নিয়ে এলাকায় রাজনীতি করেছেন। তার রাজনীতির রাস্তা ছিল কণ্টকময়। তিনি বহুবার হামলার শিকার হয়ে ছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হল না ৩১ ডিসেম্বর ২০১৬ , সন্ধ্যার সময় নিজ বাড়ীতে নিরস্ত্র অস...